শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে। একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
সংবাদমাধ্যমে জানা গেছে, সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।
এ সময় রামপাল উপজেলার গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, বাসতলি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবিরসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
শাকিল খানের মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: খালিদ হোসেন।
বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি (এইচ এম) মো: বদিউজ্জামান সোহাগ এবং একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগের সভাপতি (এম আর) মো: জামিল হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে।