জাতীয় প্রতীক শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও হতে পারে না।”
ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা, তারা, এগুলোও জাতীয় প্রতীকের অংশ।”
তিনি আরও বলেন, “যদি জাতীয় প্রতীকের কোনো একটি অংশ রাজনৈতিক প্রতীক হিসেবে অনুমোদিত হয়, তাহলে শাপলাও হতে পারবে। আর যদি বলা হয়, শাপলা জাতীয় ফুল বলে প্রতীক হিসেবে চলবে না, তাহলে কাঁঠাল কীভাবে মার্কা হিসেবে আছে?”
এ সময় তিনি বলেন, “শুধু প্রতীক দেখে ভয় পেলে সেটা আগেই বলা উচিত।”
এর আগে বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান সাংবাদিকদের জানান, শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।