রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মাহফুজুর রহমান ওরফে বিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। শনিবার (০৩ মে) তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজুরের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাহফুজুর সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি ‘শুটার’ হিসেবে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব বলেন, মাহফুজুরের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে। অন্যান্য মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।
মাহফুজুরের গ্রেপ্তারের মধ্য দিয়ে সুব্রত বাইনের অপরাধ নেটওয়ার্কে আরেকটি বড় ধাক্কা বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।