শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র শেখ হাসিনার মাধ্যমে আবারও ফিরে আসে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি মন্তব্য করেন তিনি।
ড. আলী রীয়াজ বলেন, ১৯৭২ সালের তৈরি করা সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। সাংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যক্তি কেন্দ্রিক করা হয়।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান, বিগত ১৬ বছরে কেবল ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ১৯৭০ সালের পরে শেখ মুজিবুর রহমানের স্বৈরতন্ত্র, শেখ হাসিনার মাধ্যমে আবারও ফিরে আসে।
তিনি বলেন, শুধু ব্যক্তির অবসান নয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে, দেশের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকর আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।