শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও দেয়নি ভারত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরপররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মতো আমিও ভারতীয় এক পত্রিকার মাধ্যমে বিষয়টি (ভিসার মেয়াদ) জেনেছি। এটি ভারত সরকারের বিষয়।
শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে সরকার সেই বিষয়ে সাংবাকিদের তিনি বলেন, আমরা ভারতকে চিঠি দিয়েছি। কিন্তু তারা এখনও জবাব দেয়নি।
উল্লেখ্য, গতকাল ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বৈধভাবে ভারতে অবস্থানের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বর্তমান সরকার।