ভারত সরকারের নিকট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ৫ শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না সংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের কাছ থেকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঢবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আসিফ নজরুল বলেন, মব জাস্টিস এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য হবে না। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।