বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একটি মাছের খাদ্য উৎপাদন কারখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে যুবকটির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।
মাছের খাদ্য প্রস্তুতকারী মিলটির নৈশপ্রহরী আবদুল খালেক বলেন, “গতকাল রোববার রাতের কোনো এক সময় ওই ব্যক্তি ট্রান্সফরমার রুমে ঢুকে পড়েন। মিলের ট্রান্সফরমার থেকে তামার তার ও যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। মিলটিতে বিদ্যুৎ সংযোগ থাকলেও কারখানার উৎপাদন কার্যক্রম এখনো শুরু হয়নি।”
এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্ত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।