বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শাকিল আহমেদ (২২) ও একই ওয়ার্ডের দপ্তর সম্পাদক মো. রইজ আলী আকন্দ (৫৪)।
মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে শেরপুর উপজেলার গোপালপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ একটি শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রিফাত সরকার (২২)সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর আহত রিফাত শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।”