বগুড়ার শেরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬ জনকে আটক করে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা কাটার খুরসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযুক্তদের দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক খান।
অভিযুক্তদের মধ্যে, পৌর শহরের উত্তর সাহা পাড়া এলাকার মোঃ শহিদুল মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (২৬) কে ২০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, জগন্নাথপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ সৈয়দ শাফী (৩৫) কে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড,
পৌর শহরের খন্দকার পাড়া এলাকার মোঃ শামীম সরকারের ছেলে মোঃ সান (২৩) কে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, কলেজগেট এলাকার মৃত বিল্টু মিয়ার ছেলে মোঃ জনি (২৭) কে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড,
দত্তপাড়া এলাকার শ্রী হরিপদ দত্তের ছেলে শ্রী অনিক (৩০) ৫০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নয়াপাড়া এলাকার মোঃ সাইফুলের ছেলে মোঃ মারুফ (২১) ৫,০০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক খান জানান, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।