বগুড়ার শেরপুরে মোটরসাইকেল থামিয়ে ভয়ঙ্কর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শেরপুর-কাজিপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল আরোহীর গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এরপর ছিনতাইকারীরা নিজেদের দুটি মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে, উপজেলার বোয়ালকান্দি জোড়া ব্রিজ এলাকায়। ভুক্তভোগী শাহ জামাল পেশায় একজন ট্রাক্টর ব্যবসায়ী, বাড়ি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারি গ্রামে।
শাহ জামাল জানান, ধুনট উপজেলা থেকে ২০ হাজার টাকা নিয়ে ছোট ভাই রকিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে এবং তার গলায় ধারালো চাকু ধরে ভয় দেখিয়ে নগদ টাকা ও ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা দ্রুত শেরপুর শহরের দিকে পালিয়ে যায়
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।