বগুড়ার শেরপুরে ১ বছরের শিশু সন্তান রেখে আজমেরী আক্তার সুম্মা (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা খন্দকার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজমেরী আক্তার শুভগাছা গ্রামের আযম খন্দকারের মেয়ে।
জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক করে টাঙ্গাইলের মির্জাপুরে কোদালিয়া গ্রামের মুসলিম শিকদারের ছেলে সোহেলের (২৭) সাথে বিয়ে হয় আজমেরীর। স্বামীকে নিয়ে আজমেরী তার বাবার বাসায় থাকতেন। তাদের মাঝে মধ্যে ঝগড়াও হতো।
মঙ্গলবার সকালে সোহেল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সকাল ১০ টার দিকে আজমেরীর মা তাছলিমা নাতির কান্নার আওয়াজ পেয়ে জানালা দিয়ে দেখতে পায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তীরের সাথে ঝুঁলছে। চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে লাশ নামায়।
নিহতের স্বামী সোহেল জানান, মঙ্গলবার আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। কিন্তু কেন সে এমন কাজ করলো আমি বুঝতে পারছি না।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাগ অভিমান থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।