শেরপুরে পুলিশের অভিযানে ৭৭৪ ভারতীয় মদের বোতলসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। এসময় মাদক কারবারির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়
আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব সমশ্চুরা এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হোসেনের ছেলে আলী হোসেন (২৬)।
শেরপুরে ৭৭৪ মদের বোতলসহ দুই মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, নালিতাবাড়ী সড়ক হয়ে মদের একটি বড় চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এরপর উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ওই প্রাইভোটকারটি (ঢাকা মেট্রো-চ-১৩-৮৩০৪) আটক করে তল্লাশি করলে একে একে বেরিয়ে আসে ৯টি ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় ৭৭৪টি মদের বোতল। সেই সঙ্গে দু’জন মাদাক কারবারিকে আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।