সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এটা ন্যাচারালি বা কোনও দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ষড়যন্ত্র ও প্ল্যান করে সচিবালয়ে লাগানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে পঞ্চগড় সরকারি অডিটরিয়মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছে, তাদের অফিসগুলো জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে। সেখানে শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায়, অপকর্ম, দুর্নীতির ফাইলগুলো ছিল। তারা যখন এই ফাইলগুলো বিভিন্নভাবে তদন্ত করছিল এবং এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনি এই সচিবালয়ে এ রকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এ ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ঘটনার তদন্ত করে জড়িতদে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। এমন ঘটনা আর যেন না হয়, সেটার জন্য সরকার এবং যারা রাজপথে রয়েছে, তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।