সন্তানদের নিয়ে আপনারা পলিটিক্স করবেন না। পলিটিক্স করে এই দেশটাকে আপনারা কি করেছেন দেখেন। এখন টাকা ছাড়া আর কোনও কিছুই হয় না। পয়সা দিলেই সব ঠিক হয়ে যায়। অর্থ ছাড়া কোনও কিছুতেই হাত দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের পাট ও বস্ত্র এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।
শনিবার (০৫ অক্টোবর) বিকেলে নরসিংদী তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনকালে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্ট বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১৫ শতাধিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। আর যারা বেঁচে আছে তাদের অনেকের চোখ নেই, কারো হাত নেই, আবার কারো পা নেই। আপনারা যান তাদের দেখেন। কয়েক হাজারের মতো ছেলে আর কোনও দিন চোখে দেখবে না। এই লজ্জা আমরা কোথায় রাখব। সন্তানদের নিয়ে আপনারা আর পলিটিক্স করবেন না। আপনারা পলিটিক্স করে এই দেশেটাকে শেষ করেছেন।