ঈদের পরপরই রাজধানীর কাঁচাবাজারে আগুন লেগেছে সবজির দামে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে বেশিরভাগ সবজির। তবে দাম কমেছে মুরগি ও খাসির মাংসে, স্থিতিশীল রয়েছে মাছ ও গরুর মাংসের বাজার।
শুক্রবার (২৫ এপ্রিল) কারওয়ান বাজার, হাতিরপুলসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় এবং গ্রীষ্মকালীন সবজি পুরোপুরি বাজারে না আসায় দাম বাড়ছে।
বাজারে করলা, বেগুন, কাঁকরোল, পটোল, লতি, ঢ্যাঁড়শসহ বেশিরভাগ সবজি ৫০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সজনে ডাটা ১২০ টাকা, ধনেপাতা ১৪০ টাকা কেজি। পেঁপে ও টমেটো কিছুটা সস্তা হলেও কাঁচামরিচের দাম কেজিতে বেড়ে হয়েছে ১০০ টাকা।
এদিকে লেবুর দাম রমজানের তুলনায় অনেক কমেছে। ডজন বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। তবে পেঁয়াজের বাজারে বাড়তি চাপ, দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।
মাংসের বাজারে খাসির মাংস ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা কেজিতে। সোনালি মুরগিও কিছুটা সস্তা।
মাছের বাজারে কোনো পরিবর্তন নেই। রুই, কাতল, তেলাপিয়া, ইলিশসহ বিভিন্ন মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা বেড়েছে।
“বাজারের ক্রেতারা বলছেন, রমজানে যেভাবে নিয়মিত বাজার মনিটরিং হয়েছে, ঈদের পর তা আর দেখা যাচ্ছে না। ফলে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন, ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন সবজির। তারা আশঙ্কা করছেন, যদি দ্রুত বাজার মনিটরিং জোরদার না করা হয়, তাহলে সবজির দাম আরও চড়তে পারে এবং নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হয়ে উঠবে বলেও জানান তারা।”