সাংবাদিককে মারধরের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত’র ঘটনায় ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আসিয়ান পরিবহণের একটি বাসে চালকের সঙ্গে বিএনপি নেতা ইকবালে বাকবিতণ্ডা হয়। পরে ওই বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় পৌছাঁলে বিএনপি নেতা ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর করে এবং বাসটিতে ভাঙচুর চালায়। সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙচুরের প্রতিবাদ করলে তাকে মারধার ও লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।
সাংবাদিক মিনহাজ আমান গণমাধ্যমে বলেন, গতকালে রাতে ইকবাল ফোন করে আমার কাছে ক্ষমা চান। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তবে আহত বাসচালক ও বাসমালিকের বিষয়ে আমি কিছুই জানি না।