সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি, তানভীরের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার আদেশও দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। এসব অনিয়মের মাধ্যমে তিনি নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—তানভীর দেশ ছাড়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট প্রমাণাদি সংগ্রহ ও তদন্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ফলে, অভিযোগের স্বার্থে তার বিদেশগমন ঠেকাতে এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করাটা জরুরি।
এনসিপি’র সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিষয়ে এর আগেও নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে এবার অনুসন্ধানের আওতায় এসে তার চলাফেরায় নজরদারি জোরালো করা হয়েছে।