সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার লাশ বাংলাদেশর কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আ. লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পান্নার মরদেহ ফেরত পাঠানো হয়। নিহত পান্নার ভাতিজা মো: নাবিল খান মরদেহ গ্রহণ করেছেন।
এর আগে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পান্নার লাশ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করেন পররাষ্ট্র মন্ত্রাণালয়। বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মেঘালয় পুলিশ পান্নার মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহ হস্তান্তরের সময় নিহত পান্নার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৪ আগস্ট) রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান সাবেক ছাত্রলীগ নেতা পান্না। সোমবার (২৬ আগস্ট) ভারতের অভ্যন্তরে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেন উমকিয়াং থানা পুলিশ।