আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মাঠ এলাকার ওই বাসায় আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মাঠ এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের চকবাজার, নতুন বাজার ঘুরে গাজিপুর রোডে যায়।
এ সময় মিছিলকারীরা বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজিপুর রোডের প্রিয় কুটির নামের তোফায়েল আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের একপর্যায়ে আগুন ধরিয়ে দেন। এরপর বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাড়ির ভিতর থেকে আসবাবপত্র বাইরে এনে আগুন দিতেও দেখা গেছে।