ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন তারা। এ সময় সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।
আজ দুপুর ১২টার দিকে মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছায়। শিক্ষার্থীরা “সাম্য হত্যার বিচার চাই”, “মূল হত্যাকারী কোথায়?” ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে এলাকা। পরে তাদের একটি প্রতিনিধিদল থানায় প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে।
শিক্ষার্থীদের দাবি, সাম্য হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা মূল হত্যাকারী নয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত আসামিকে আড়াল করা হচ্ছে। এমনকি পুলিশি পাহারায় তাকে পালাতে সহায়তা করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন । পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গত মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)—কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, হত্যার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী এখনো ধরা-ছোঁয়ার বাইরে। তারা আরও দাবি করেছেন, সাম্য হত্যার পেছনে অর্থ লেনদেনের চক্রও কাজ করেছে।
গত তিন দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আজ বাদ জুমা সাম্যের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়েছে।