শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সিন্ডিকেট ভাঙতে কৃষি বাজার চালু করবে সরকার : শ্রম উপদেষ্টা

বিশেষ সংবাদ

কৃষকদের পণ্য সরাসরি ভোক্তাদের নিকট পৌঁছে দিতে এবং সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তীকালীন সরকার ‘কৃষি বাজার’ তৈরির উদ্যোগ নেবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ

আজ বৃহস্পতিবার সকালে বেগুনবাড়িতে রাজধানীর ৫০টি জায়গায় ভ্রাম্যমাণ ট্রাকে করে সাধারণ ভোক্তাদের নিকট ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের’ (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ জনান, বন্যাসহ আরো বেশ কিছু কারণে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে। সিন্ডিকেট কিংবা ফরিয়াদের মজুতসহ কারসাজির কারণে বাজারে পন্যের দাম বৃদ্ধি ও জনদুর্ভোগ বাড়ে। এর বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে থাকবে।

কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানোর কাজ চলছে জানিয়ে এ উপদেষ্টা জানান, যারা এটি করবে তাদেরকে সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। বিকল্প কৃষি বাজার চালু করার বিষয়ে ভাবা হচ্ছে। যাতে করে কৃষক সরাসরি পণ্য বিক্রি করতে পারে।

টাস্কফোর্স সিন্ডিকেট ভাঙতে ইতোমধ্যে দীর্ঘমেয়াদি কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বেসরকারিভাবে কৃষক থেকে গ্রাহক পর্যায়ে পণ্য পৌঁছে দেয়ার যে কার্যক্রম শুরু হয়েছে তা আরো ছড়িয়ে দিতে সব বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

এতে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ভাঙতে সহায়তা করবে কৃষি বাজার। দীর্ঘমেয়াদে এই সমস্যা সমাধানের জন্য কাজ করবে সরকার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ