শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে মাদক তল্লাশির নাম করে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে ক্লোজড করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাড়াশ থানার ওসি মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এএসআই সন্তোষ কুমারসহ অন্য আরেকজন পুলিশ সদস্য তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের এক গৃহবধূর বাড়িতে তল্লাশি চালায়।

পরে সেদিন রাত ৮টার দিকে আবারও ওই ভুক্তভোগীর ঘরে একা ঢুকে তল্লাশি চালায় এএসআই সন্তোষ কুমার। এ সময় তিনি গৃহবধূকে ভয় দেখানোর চেষ্টা করেন।

ভুক্তভোগী গৃহবধূর গলার নিচে হাত দিয়ে বলে, তমি ‌ভালো হয়ে যাও। এ ঘটনা জানাজানি হওয়ার পর লোকলজ্জায় ভীষণ অসুস্থ হয়ে হয়ে পড়ে ওই গৃহবধূ। আতঙ্কের মধ্যে দিন কাটছে পুরো পরিবারের।

ভুক্তভোগীর স্বামী জানান, আমি দেশীগ্রাম ইউপি চেয়ারম্যানকে এ বিষয়টি জানাই। পরে তিনি আমাদের বাড়িতে আসেন। মীমাংসা করে দেওয়ার কথা বলে চেয়ারম্যানের মোবাইল থেকে এএসআই সন্তোষ কুমারকে কল করেন। তখন তিনি আমার স্ত্রীকে বলেন, যা হওয়ার হয়েছে। আমাকে ক্ষমা করে দাও।

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূকে শ্লীলতাহানির বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এমন অভিযোগ ওঠার পর এএসআই সন্তোষ কুমারকে প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজড করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ