সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে তিন জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃতদের মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রাম থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর গ্রামের মো: আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেশ দাসের ছেলে রাজেস দাস (৪২) ও মৃত বেঙ্গা তাঁতীর ছেলে লোকেশ তাঁতী (৩৬)।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশর সিলেট সীমান্ত দিয়ে প্রবেশের দায়ে ভারতের তিন জন নাগরিককে আটক করে (বিজিবি) । আটককৃতদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বিজিবির নায়েব সুবেদার মো: শহিদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।