সেনাবাহিনীর একজন মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ও লাঞ্ছিত করার ঘটনায় রাজধানীর গুলশান থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: সোহেল রানাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টেবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো: মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে গুলশান থানা থেকে প্রত্যাহার করে পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে সেনাবাহিনীর একজন মেজরের সাথে বাকবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল রানা। একপর্যায়ে ওই মেজর’কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। নিজের পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে গুলশান থানায় নিয়ে যান। ওই সময় সেনা কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দেন এসি সোহল।
পরে সেনা সদস্যরা গুলশান থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই সেনা কর্মকর্তার কাছে হাত পা ধরে ক্ষমাও চান থানার সহাকারী পুলিশ কমিশনার সোহেল। এতেও তার শেষ রক্ষা হয়নি। এই ঘটনার একটি ভিডিও সংবাদ মাধ্যমের প্রচার হওয়ার পর এসি সোহেলকে প্রত্যাহার করা হয়।