গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল হয়েছিলেন তিনি।
গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশন বাজার থেকে ভাইরাল শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেন। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, হত্যা মামলার এজহারভুক্ত আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদলতের মাধ্যমের কারাগা পাঠানো হয়েছে।