সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের প্রথম সারির ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করেছে আদালত। অভিযুক্তদের তালিকায় রয়েছেন, জায়েদ খান নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, ভাবনাসহ ১৭ জন চিত্রজগতের পরিচিত মুখ।
ঘটনার সূত্রপাত গত মার্চে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি মামলার মাধ্যমে। ‘জুলাই অভ্যুত্থান’ ঘিরে সংঘটিত সহিংসতার সময় শেখ হাসিনাকে লক্ষ্য করে হত্যাচেষ্টার অভিযোগ এনে এনামুল হক নামের এক ব্যক্তি ২৮৩ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই আদালত ১৭ জন অভিনয়শিল্পীর নামসহ মামলাটি গ্রহণের নির্দেশ দেন।
ঢাকার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার আদালতের আদেশের কপি থানায় পৌঁছেছে। এখন আনুষ্ঠানিকভাবে এজাহার লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলছে। থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানিয়েছেন, মামলায় নাম উল্লেখ থাকা ব্যক্তিদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এজাহার রেকর্ড হওয়ার পর।
এদিকে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধেও সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের হয়েছে। রাজধানীর মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণের মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা ওই মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায়।
আসামিপদের তালিকায় একসঙ্গে এত সংখ্যক সংস্কৃতি অঙ্গনের মানুষের নাম উঠে আসায় শোবিজ মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন দেখার বিষয়—এই মামলার তদন্ত ও পরবর্তী কার্যক্রম কোন পথে এগোয়।