হবিগঞ্জের বানিয়াচং থানায় পুলিশের হেফাজতে আসামির মৃত্যু, স্বজনদের দাবি হত্যা করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয় থানায় পুলিশের হেফাজতে মো: গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামির মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। থানা পুলিশ বলছে, আসামি রাব্বানী আত্মহত্যা করেছে। আর রাব্বানীর পরিবারের স্বজনদের দাবি পুলিশের অতিরিক্ত নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত রাব্বানী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগেরখানা এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং থানার এএসআই মো: মনিরুল ইসলাম একাধিক চুরি ও ছিনতাই মামলার আসামি মো: গোলাম রাব্বানীকে বড় বাজারের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যান। এরপর তাকে থানা হেফাজতে রাখা হয়। সেইদিন সন্ধ্যায় হাজতখানার ভেতরে একটি সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলতে দেখেন পুলিশ সদস্যরা। পরে তাৎক্ষণিক গোলাম রাব্বানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন বলেন, রাব্বানীর বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সে আত্মহত্যা করে মৃত্যু বরণ করেছে। তাকে কোন থানা কোন ধরনের নির্যাতন করা হয়নি। মৃত রাব্বানীর মা মোছা: ফজর চান বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর অতিরিক্ত নির্যাতন করার কারণে তার মৃত্যু হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।