বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভন যমুনার সামনে অবস্থান করে ছাত্র আন্দোলনের আহতরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে রবিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে দিতে দেখা যায়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সরকারের উদ্দেশ্যে ৭টি দাবি জানান। এরপর হাসনাত আব্দুল্লাহ মনোযোগ দিয়ে আহতদের কথা শুনে তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। একইসঙ্গে তিনি প্রতিটি দাবি বিশ্লেষণ করেন। বর্তমানে কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে কিংবা দাবিগুলো কীভাবে আদায় করা যায়, সেই বিষয় গুলো নিজ বক্তব্যে তুলে ধরেন তিনি
হাসনাত আব্দুল্লাহ বলেন, চলতি সপ্তাহে ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা’সহ পুনর্বাসনের বিষয়ে আলোচনার জন্য সচিবালয়ে যাবেন তিনি। সেখানে যাওয়ার সময় আহতদের পক্ষ থেকে ৩ জন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যাবেন তিনি।
এসময় আন্দোলনকারী আহতরা অভিযোগ করে বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজ খবর না নিয়ে নতুন রাজনৈতিক দল গোছানোতে ব্যস্ত। আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার কথা সরকার শুধু মুখেই বলেছে, তবে কেউ বাস্তবে কোনও উদ্যোগ গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন তারা।