সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকেই ঘুরছে, টাইগার পেস বোলার হাসান মাহমুদ ও ব্যাটার লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না। শেষ পর্যন্ত সেই সংবাদটি সত্যি হলো।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম (উইকেট কিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেট কিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।