হিরো আলম বলছেন, ওস্তাদের মাইর শেষ রাইতে। শুরু হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এরইমধ্যে সকল প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়ে গেছে। সকলে প্রচারণায় ব্যস্ত থাকলেও চুপচাপ আছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলমের প্রতীক হচ্ছে ডাব।
যদিও এরমধ্যে কয়েকদফা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দিয়েও শেষমেষ তিনি নির্বাচনে থেকে গেছেন।
তবে হিরো আলম নির্বাচনে থেকে গেলেও প্রচারণায় নেই। এবারের নির্বাচনে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
প্রচারণা কেন করছেন না তা জানতে চাইলে হিরো আলম জানান, সবাই প্রচারণা করছে করুক। সবাই আগে ক্লান্ত হয়ে নিক। তারপর আমি প্রচারণা শুরু করবো। হিরো আলম বলছেন, জানেন তো ওস্তাদের মাইর শেষ রাইতে।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার (২১ ডিসেম্বর) নিজের এলাকার যে কোনো ১টি মসজিদে জুম্মার নামাজ আদায় করে তারপর প্রচারণা শুরু করবেন।
হিরো আলম বলেন, এবার নির্বাচনে প্রচারণার কৌশল হিসেবে আমাদের অন্যরকম পরিকল্পনা আছে। সেটা ধীরে ধীরে সবাই জানতে পরবেন। এবার ভোট সুষ্ঠু হলে আমি বিজয়ী হবো এটা বলে দিতে পারি।