এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির মাংস, খাসির মাংস ও সবজির দাম। বিশেষ করে গেল দুদিনের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে।
শুক্রবার (০৭ জুন) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়। বর্তমানে মানভেদে প্রতি কেজি কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, লতি ৬০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৭০ থেকে ৮০ টাকা, কাঁঠালের বিচি ৫০ থেকে ৬০ টাকা, গোল বেগুন মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা,
পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, সজনে ডাটা ১০০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, মানভেদে কাঁচা মরিচ ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৬৫ থেকে ৭০ টাকা, ধুন্দুল ৬৫ থেকে ৭০ টাকা, কুমড়া ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, পেঁপে ৭০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, লেবুর হালি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারের বিক্রেতারা বলেন, গত দুদিনের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। প্রতি কেজিতে প্রায় ৪ থেকে ৫ টাকা বেড়েছে আলুর দামও। বর্তামানে প্রতি পাল্লা (৫ কেজি) আলু ২৭০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ২৫০ টাকা ছিল।
সবজির দামের বাজার এমন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। এদিকে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, লাল লেয়ার ও খাসির মাংসের দাম। তবে আগের মতোই আছে গরুর মাংসের দাম।
বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা দুদিন আগেও ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়াও ৩২০ টাকায় বিক্রি হওয়া লাল লেয়ার মুরগি আজ বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে। তবে আগের মতোই আছে সোনালি মুরগি। সাদা কক বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায় ও সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৯০ টাকায়।
বর্তমানে বাজারে প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ১ হাজার ১০০ টাকা ছিল। তবে গরুর মাংস আগের মতোই ৭৫০ থেকে ৭৮০ টাকা ও ছাগলের মাংস ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।