দাম শুনে চোখ কপালে ওঠার জোগাড়! পদ্মার প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৪২৮ টাকায়। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে।
শুক্রবার (৯ মে) সকালে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি সেটি এক মালয়েশিয়া প্রবাসীর কাছে বিক্রি করেন আরও বেশি দামে।
জানা যায়, স্থানীয় জেলে ইসমাইল হালদার ফরিদপুরের কবিরপুর চরের পদ্মা নদীর মোহনায় ভোরে মাছটি ধরেন। এরপর মাছটি বিক্রির জন্য আনা হয় দৌলতদিয়ার হালিম সরদারের আড়তে। ওজন করলে দেখা যায়, ইলিশটির ওজন এক কেজি ৯৬০ গ্রাম।
নিলামে শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে কিনেন, মোট দাম পড়ে ৮ হাজার ২০০ টাকা। পরে তিনি মাছটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেখান থেকেই মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশি মাছটি প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে কিনে নেন, মোট ৮ হাজার ৪২৮ টাকায়।
বিক্রেতা শাহজাহান শেখ বলেন, “পদ্মায় মাঝেমধ্যে রুই, কাতলা, পাঙ্গাশ দেখা যায়, কিন্তু ইলিশ এখন খুব কমই ধরা পড়ে। এবছর এত বড় ইলিশ এই প্রথম পেলাম। তাই দামও উঠেছে বেশ ভালো।”