ভারত বাংলাদেশে ডিজেল রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান অয়েল ইন্ডিয়ার চেয়াম্যান রনজিৎ রাঠ। ডিজেলের পাশাপাশি জ্বালানি পরিশোধনের জন্য যন্ত্রপাতি রফতানিতেও কোনো ব্যাঘাত ঘটবে না বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি অয়েল ইন্ডিয়ার এক সাধারণ সভায় রনজিৎ রাঠ জানিয়েছেন, ডিজেল আমদানি-রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সাথে মূল্য পরিশোধ সংক্রান্ত কোনো ধরণের সমস্যা ভারতের নেই। এরই মধ্যে বাংলাদেশএ ডিজেল আমদানির প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খোলা রয়েছে।
বর্তমানে ভারতীয় প্রতিষ্ঠান অয়েল ইন্ডিয়ার আওতাধীন নুমিলাগড় রিফাইনারি লিমিটেড থেকে গত মার্চ মাসে নির্মিত পাইপলাইনের মাধ্যমে প্রতিমাসে ৬০০০ মেট্রিক টনেরও বেশি ডিজেল রপ্তানি করা হয়। ভারত-বাংলাদেশ ডিজেল আমদানি-রপ্তানির এ পাইপলাইনের মাধ্যমে প্রতিবছর ১০ লক্ষ মেট্রিক টন ডিজেল রপ্তানি করা সম্ভব বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে জানানো হয়েছে, নুমিলাগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশে ডিজেল আমদানির সক্ষমতা ৩০ লক্ষ মেট্রিক টন থেকে ৭০ লক্ষ মেট্রিক টন পর্যন্ত উন্নীত করা হবে। আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এ পাইপলাইনের কাজ সম্পূর্ণ শেষ হবে।
অয়েল ইন্ডিয়ার চেয়াম্যান রনজিৎ জানান, দুই দেশের মধ্যে ডিজেল বাণিজ্যে পূর্ণ স্থিতিশীলতা আসতে আরো ছয় মাসের মতো সময় লাগবে। আগামী ২০২৭ সালের মার্চ অবধি বাংলাদেশে ভারতের নিরবচ্ছিন্ন ডিজেল রপ্তানির পরিকল্পনা রয়েছে।