রংপুরে বেশি দামে ডিম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরিবর্তিত পরিস্থিতিতে ডিম, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য রংপুরে বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার।
শনিবার (০৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর মিনি মার্কেট এবং সিটি বাজারে অভিযান চালিয়ে পাইকারী দরের সাঙ্গে খুচরা পর্যায়ে দামের বড় ব্যবধানের অভিযোগে ২ ডিম ব্যবসায়ীকে ৮০০০ টাকা জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রংপুর আঞ্চলিক ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি দামে ডিম বিক্রি করায় সিটি বাজারের রংপুর ডিম ঘরকে ৫০০০ টাকা এবং হাফিজ ডিম ঘরকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও পন্য ক্রয় করার রশিদ না থাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মৌখিক সতর্কও করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন জানিয়েছেন, সরকারের দেওয়া নির্ধারিত দাম লাল মুরগির ডিম খুচরা পর্যায়ে ৫২ টাকা হালির পরিবর্তে ৫৫-৫৬ টাকা দরে বিক্রি করেন তারা। এ জন্যই তাদের এই জরিমানা করা হয়েছে।
রংপুরে ভোক্তা পর্যায়ে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার জন্য অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।