আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত দুই দিনে ১ হাজার ১৯৮ টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজায় আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়ানো হয়েছে বলেও আমদানিকারকরা জানিয়েছেন। এদিকে পোঁজের আমদানি বেড়ে যাওয়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম।
জানা গেছে, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর এই দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪২টি ট্রাকে মোট ১ হাজার ১৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।