প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা) দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলের নাম ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’। দলটির ইংরেজি নাম ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ হিসেবে পরিচিতি পাবে। এ দলটির প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে শান্তির প্রতীক কবুতরকে।
নায়ক সোহেল রানা নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সভায় নতুন গঠন করা দল নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন এ অভিনেতা ।
নায়ক সোহেল রানার সভাপতিত্বে ওই সভায় আরো জানানো হয়েছে, খুব শীঘ্রই নতুন এ দলের ৫১ জন সদস্যের একটি কমিটি ঘোষণা করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের ১ম সপ্তাহে ৫১ জন সদস্যের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এই দলটির।
সোহেল রানা ব্যক্তিগত জীবনে অভিনয়ে ক্যারিয়ার গড়লেও শিক্ষা জীবনে তিনি দীর্ঘ সময় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন সোহেল রানা। তবে এবার তিনি দেশ এবং সমাজের সেবা করতে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে এসেছেন।