রূপকথার রাজকন্যার সাজে নজর কারলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘মেট গালা ২০২৪’ এর মঞ্চে আলিয়ার এমন রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা। প্রতিবছর মে মাসের প্রথম সোমবার বসে ‘মেট গালা’র আসর। এবার নিউইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’ এ বসা এ আসরে অংশ নিয়েছিলেন বলিউড এবং হলিউডের প্রথম সারির সব তারকারা।
বলিউড থেকে এবারও ‘মেট গালা’ আসরে অংশ নেন আলিয়া ভাট। গেল বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক এ আসরে অংশ নেওয়ার সুযোগ পান এ অভিনেত্রী। এবারের আসরে সাদার শুভ্রতায় হাজির হতে দেখা গেছে আলিয়াকে। প্রথমবার গাউন পরলেও এবার ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ পোশাক শাড়িতে নিজেকে সাজিয়েছেন এ অভিনেত্রী।
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি ছিলো সাদার মধ্যে প্যাস্টেল সবুজ রঙের। নেটের তৈরি এ শাড়িতে ছিলো সাদা আর গোলাপি ফুলের চোখ ধাঁধানো এমব্রয়ডারির কারুকাজ। পুরোটাই স্টোন, সিল্ক ফ্লস, পুঁতির টাসেল ও গ্লাস বিডিং দিয়ে তৈরি। শাড়ির লম্বা আঁচল ছিলো নজর কারার মতো।
ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, দীর্ঘ ১৯৫৬ ঘণ্টা ও ১৬৩ জন শিল্পীর অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে আলিয়ার এ শাড়িটি। শাড়ির সাথে মানানসই মেসি বান খোঁপা ও ছোট ছোট ফুলের সাজ আর ভারী গয়না সন্ধ্যার অনুষ্ঠানে আলিয়াকে করে তোলে রূপকথার রাজকন্যার মতো।