ভারতের মুম্বাইয়ে একটি সিনেমার শুটিং করার সময় দুর্ঘটনার শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর। খবর: টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, (শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ের ইম্পেরিয়াল প্যালাসে শুটিংয়ের সময় ছাদের একাংশ অংশ ভেঙে শরীরে পড়লে গুরুতর আহত হন অর্জুন কাপুরে। এই অভিনেতার নতুন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা প্রসঙ্গে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে গণমাধ্যমে বলেন, যে বাড়িতে শুটিং চলছিলো সেটি বেশ পুরনো। সেখানে বেশ কিছু দিন ধরে টানা শুটিং হওয়ায় শব্দের কম্পন বাড়িটির ছাদ ধসে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে। এখানে অর্জুর কাপুর ছাড়াও অনেকে আহত হয়েছে। তারা হলেন, সিনেমাটির পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, সহ-চিত্রগ্রাহক ও কলাকুশলীরা। তবে কারোরই চোট গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমাটি আগামী ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।