শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্ররাজনীতি বিতর্কে উত্তপ্ত কুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্যাম্পাস

বিশেষ সংবাদ

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন।

কুয়েট প্রশাসনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের প্রায় তিন হাজার শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। তবে কিছু শিক্ষার্থী এখনো হল না ছাড়লেও, শিগগিরই তাদের চলে যাওয়ার কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, “আমাদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তাতে উপাচার্যের প্রত্যক্ষ ইন্ধন ছিল। তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না। আমরা তার পদত্যাগ ছাড়া হল ছাড়ব না।”

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আজহার উদ্দিন গণমাধ্যমে বলেন, “হঠাৎ হল ছাড়ার নির্দেশে আমরা অবাক হয়েছি। মাসের শেষ, আমার দুটি টিউশনি আছে, সব মিলিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিচুর রহমান ভূঞা জানান, “সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের হল ছাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। প্রায় সব শিক্ষার্থী চলে গেছেন। কেউ অসুবিধার কারণে থাকতে পারলেও শিগগিরই চলে যাবেন। তবে কেউ যদি হল ছাড়তে অস্বীকৃতি জানায়, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে এখনো কিছু শিক্ষার্থী অবস্থান করছেন। তাদের দাবি, প্রশাসনের এমন হঠাৎ সিদ্ধান্ত অযৌক্তিক। তারা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি বিতর্কে মঙ্গলবার সন্ধ্যায় কুয়েট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকেই উত্তেজনা চলছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের একাংশ প্রশাসনের এই সিদ্ধান্তকে অন্যায় বলে আখ্যা দিয়েছেন এবং তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৮ ফিব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন...

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে শাহবাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পোস্টে তিনি...

জনপ্রিয়

অপরাধ

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন চান খালেদা জিয়া

রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি...

বিবিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন শেরপুর পুলিশ

বগুড়ার শেরপুরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ফাইনালের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিবিটি ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মহিপুর ফায়ার সার্ভিস বিবিটি ভাটা মাঠে অনুষ্ঠিত এই...

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন চান খালেদা জিয়া

রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭...

বিবিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন শেরপুর পুলিশ

বগুড়ার শেরপুরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ফাইনালের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিবিটি ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মহিপুর ফায়ার...

শেরপুরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, এলাকাবাসীর প্রতিবাদ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী...

শেরপুরে রাধা-কৃষ্ণের অলংকার চুরি, আতঙ্কে পূজারিরা

বগুড়ার শেরপুর পৌর শহরের ঘোষপাড়া মহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী রাধা...