শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু

বিশেষ সংবাদ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। মশাবাহিত ও জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৭৩৪ জন ২৪ ঘণ্টার মধ্যে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি কন্ট্রোল রুম ও অপারেশন সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে ঢাকার বাইরে ১৩ ও ঢাকায় ৪ জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন মোট ৬ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী। বর্তমানে ১ হাজার ৬৪৯ জন ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ২৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ২ হাজার ৫৯১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৬৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৯ হাজার ৪৩০ জন। ঢাকায় ১ লাখ ৮৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৯ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৪৯ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ