শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, আটক ২

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জে অপহরণের ২৯ দিন পর মাদ্রাসাছাত্র নিদানুর ইসলাম লাবিবকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকার মো: মনির আহমেদের ছেলে আব্দুল্লাহ (২৬) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দেওড়া এলাকার মো: আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল (২৫)।

র‌্যাব সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার মো: নজরুল ইসলাম লিটনের ছেলে মো: নিদানুর ইসলাম লাবিব (১৩) শহরের নগুয়া এলাকার মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। গত (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লাবিব। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় ওই দিন রাত ৭টার দিকে মাদ্রাসার এক শিক্ষক তার মাকে ফোনে বিষয়টি জানান। পরে শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যরা গত (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পকে জানালে বুধবার (১৭ জানুয়ারি) র‌্যাব তথ্য প্রযুক্তিসহ গোয়েন্দার নজরদারির মাধ্যমে নিশ্চিত হয় যে, লাবিবকে একদল অপহরণকারীচক্র অপহরণ করেছে। র‌্যা আরও জানান, অপহরণকারীরা লাবিবকে নিয়ে চট্টগ্রাম, ঢাকা, ভৈরব ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আটকে রাখে। ইতোমধ্যে অপহরণকারীচক্রের মূলহোতা মো: আব্দুল্লাহ একাধিকবার মোবাইল ফোন নম্বর থেকে ভিকটিমের পরিবারকে ফোন করে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে লাবিবের আঙ্গুল কেটে দেওয়াসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। পরে নিরূপায় হয়ে তার পরিবার বিকাশ নম্বরে দুই কিস্তিতে ২৮হাজার টাকা পাঠায়। অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের মা-বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

এদিকে র‌্যাবের সদস্যরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিকাশ নম্বরের সূত্র ধরে আসামিদের অবস্থান নিশ্চিত হয়। শনিবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ভার্থখোলা এলাকায় অভিযান চালিয়ে লাবিবকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত দুজনকে আটক করে। আসামিদের কাছ থেকে মুক্তিপণের ২৮ হাজার টাকাও উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে ভিকটিম ও আটককৃত দুজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার ও আটক ২ এ বিষয়ে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো: আশরাফুল কবির বলেন, আটককৃত দুইজন অপহরণকারীচক্রের মূলহোতা। তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নির্ধারিত ব্যক্তিকে টার্গেট করে এ ধরণের অপরাধমূলক কাজকর্ম করে বেড়ায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সেমাবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি...

জনপ্রিয়

অপরাধ

জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম

দেশের জনগণকে শান্ত হওয়ার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ একাউন্টে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান...

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে...

জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম

দেশের জনগণকে শান্ত হওয়ার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ একাউন্টে...

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ...

ওসমানী বিমানবন্দরে ২ যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে একটি ফ্লাইটের দু’জন যাত্রীর কাছ থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম সোনা...

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের দেয়া হচ্ছে অস্ত্র: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী...