গলায় ছুরি ঠেকিয়ে বগুড়ার শেরপুরের জয়লা বটতলা বাজার এলাকায় বিকাশ ব্যবসায়ী মাহবুবুর রহমানের প্রায় ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারী রাতে) এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যানী গ্রামের মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে জয়লা বটতলা এলাকায় বিকাশ ও এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা করে আসছেন। মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে ফেরার পথিমধ্যে একদল ছিনতাইকারী তার পথরোধ করে মাথায় সজোরে আঘাত করে। এতে মাহবুব মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় তাদের হাত থেকে ছোটার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার গলায় ছুরি ঠেকিয়েতার কাছে থাকা ব্যবসার প্রায় ৪ লাখ টাকা ও একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ব্যবসায়ী মাহবুব কে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা নুরুল ইসলাম বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গলায় ছুরি ঠেকিয়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচার্জ মো: রেজাউল করিম রেজা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।