শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মুর্তুজা শাহাদত সাধন, নওগাঁ :

নওগাঁয় ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব

বিশেষ সংবাদ

নওগাঁয় ডাকাত দলের ১৪ জন সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল।

নওগাঁয় ডাকাত দলের সদস্যদের মঙ্গলবার (১০ অক্টোবর) জেলার আত্রাই উপজেলা থেকে দিবাগত রাতে আটক করা হয়। আন্তঃজেলা ডাকাত দলের সরদার রামকৃষ্ণসহ তার দলের বাহীনির সক্রিয় ১৪ জন সদস্যকে ডাকাতি সংগঠনকালে হাতেনাতে আটক করে র‍্যাব। বুধবার (১১ অক্টোবর) বিকেলে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারি পুলিশ সুপার জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রফিকুল ইসলাম এ তথ্য দেন।

অভিযানে আটককৃতরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক হিন্দুপাড়া গ্রামের শ্রী বিষ্ণু দাসের ছেলে শ্রী রাম কৃষ্ণ দাস (৩৫), একই উপজেলার মৃত মহিন্দ্র চন্দ্র দাসের ছেলে শ্রী নয়ন চন্দ্র দাস (৩৫), মহব্বতপুর গ্রামের মোঃ মোজাহার সরদারের ছেলে মুকুল মিয়া (৩৫), একই উপজেলার মৃত ওমরচান সরদারের ছেলে মোজাহার সরদার (৩৬), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্রী সুবিন্দ চন্দ্রের ছেলে শ্রী রিমন চন্দ্র (২১), একই উপজেলার শ্রী বিরেন চন্দ্র দাসের ছেলে শ্রী বিফল চন্দ্র দাস (২৪), শ্রী ঝড়চন্দ্র দাসের ছেলে শ্রী কাজল চন্দ্র দাস (২১) ও শ্রী প্রনব চন্দ্র দাস (২২),

জিয়াপুর গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে শ্রী উজ্জল চন্দ্র দাস (২৮), মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে শ্রী নিরেন চন্দ্র দাস (৩৬), মৃত হরেন হাওলাদারের ছেলে শ্রী মিলন চন্দ্র হাওলাদার (৩৪), শ্রী বিপ্লব চন্দ্র দাসের ছেলে শ্রী শুভ চন্দ্র দাস (১৯), পাঁচবিবি উপজেলার কুসুমবাগের সায়েদ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৭), ও ধুরইল গ্রামের মৃত তোফেজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আমজাদ হোসেন (৪৮)।

বুধবার বিকেলে নওগাঁ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রফিকুল ইসলাম | ছবি : অন্বেষণ।
র‍্যাব জানায়,

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, আটককৃতরা সংঘবদ্ধ চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় রাত বিরাতে পুকুর থেকে মাছ চুরি করে বিভিন্ন বাজারে পাইকারী বিক্রি করে আসছিল। এই সংবাদ পাওয়ার পর থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দলে এই সক্রিয় ডাকাত দলের গতিবিধি পর্যবেক্ষণ করছিলো।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জনৈক মোঃ আবুল কালাম আজাদের পুকুরে মাছ চুরি করে পিকআপে তোলার সময় র‍্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের হাতেনাতে আটক করে। এসময় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশিকালে তাদের নিকট থেকে ৩৬৫ কেজি মাছ, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাহিন্দ্রা পিকআপ ২টি মাছ ধরার জাল ১টি চাকু ও ১টি ছোট হাসুয়া উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের দলের সরদার শ্রী রামকৃষ্ণ দাস এবং তার অধীনে ১৫-২০ জন রয়েছে। তারা নঁওগা, বগুড়া এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলো এবং চুরিকৃত মাছ বগুড়ার মহাস্থানগড় বাজারে, দিনাজপুরের বিরামপুর ও হিলি বাজারে এবং জয়পুরহাটের আক্কেলপুর বাজারে বিক্রি করত।

এ বিষয়ে নওগাঁ জেলার আত্রাই থানায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

টাঙ্গাইলের মধুপুরে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র ৪ মাস বয়সী নিজের সন্তানের মুখের দিকে না তাকিয়ে ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে...

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের...

৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

টাঙ্গাইলের মধুপুরে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র ৪ মাস বয়সী নিজের সন্তানের মুখের দিকে না...

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক...

“মাথায় কাফনের কাপড় বেঁধে গণ-মিছিলে নামছে কারিগরি শিক্ষার্থীরা”

মাথায় কাফনের কাপড় বেঁধে ৬ দফা দাবিতে সারাদেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার...

দুপুরের মধ্যে বগুড়াসহ ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আজ দুপুরের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ জুড়ে...