লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় শিক্ষক। লক্ষ্মীপুরের রায়পুরে ৩য় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষক মো: মিনহাজুল আবেদীনের বিরুদ্ধে।
এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য রায়পুর থানায় একটি অভিযোগ করেন ওই শিক্ষার্থীর মা।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে মেয়েটির পরিবারের স্বজনরা স্থানীয় সাংবাদিকদের বলেন, নিখোঁজ ৩য় শ্রেণীর শিশুটি রায়পুর বামনী ইউনিয়নের বাসিন্দা ও মরহুম মনতাজ পাটোয়ারী হাফেজি ও নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
গত (২০ ডিসেম্বর) বিকেল থেকে ওই ছাত্রীকে খুঁজে পাওয়া না গেলে তার আত্মীয়স্বজনদের বাড়িতে যোগাযোগ করা হয়। কোথাও তার সন্ধান না পাওয়া গেলে তার প্রাইভেট শিক্ষক
মো: মিনহাজকে ফোন করা হয়। তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়ায় তাকে সন্দেহ হয়।
অভিযুক্ত প্রাইভেট শিক্ষক মো: মিনহাজুল আবেদীন কুমিল্লার মনোহরগঞ্জ থানার উত্তর ফেনুয়ার মো: মোস্তাফিজুর রহমানের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াছিন ফারুক মজুমদার আমরা, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ দ্রুত মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছে। অভিযুক্ত ওই শিক্ষকের মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।