ব্রাজিলের কোপা আমেরিকার নতুন জার্সি ফাস হয়েছে যোগাযোগ মাধ্যমে। ব্রাজিলের কোপা আমেরিকার জার্সি ৫০এর দশকে বিখ্যাত মারাকানাজো কাণ্ডের পর নিজেদের সাদা জার্সি বাতিল করেছ ব্রাজিল ফুটবল ফেডারেশন।
এরপর থেকেই ব্রাজিল মানেই যেন হলুদ জার্সি। হলুদের সঙ্গে আবার সবুজ, কখনো আবার নীল ব্রাজিল চলছে এমন জার্সি নিয়েই। ব্যতিক্রম হয় এবারেও। কোপা আমেরিকা উপলক্ষ্যে ব্রাজিলের নতুন জার্সির কিছু ছবি ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতেই ধরা পড়লো ব্রাজিলের হলুদের নতুন রূপ।
কোপা আমেরিকার নতুন এই হলুদ জার্সিতে দুই দশক আগের এক ডিজাইন ফিরিয়ে এনেছে ব্রাজিল। সবশেষ ২০০৪ সালে নিজেদের ফুটবল ফেডারেশনের লোগো জার্সির মাঝামাঝি রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৪ এর কোপা আমেরিকাতেও আবার দেখা যেতে পারে জার্সির মাঝে সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) এর লোগো।
ব্রাজিলের নতুন এই জার্সিতে প্রাকৃতিক রূপ আর ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা জার্সি উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকি। নব্বই দশকের কিছু ক্লাসিক ডিজাইন তুলে ধরা হয়েছে এবারের জার্সিতে। সঙ্গে আছে সবুজ-নীল মিশেল। অনেকেই জার্সির হাতা আর মোজায় খুঁজে পেয়েছেন অ্যামাজন নদী আর রেইনফরেস্টের যোগসাজশ।
যথারীতি কোপা আমেরিকার জার্সিতে নীল শর্টস রাখা হয়েছে। আছে বিশ্বকাপের নির্দেশক পাঁচ তারকাও। কলারে ভি নেক এবং ফোল্ডওভারের সংযোজন করেছে নাইকি। মোজার রঙ থাকছে সাদাই। সবকিছু ঠিক থাকলে ২০২৪ কোপা আমেরিকায় দারুণ এই জার্সিতেই দেখা যাবে ব্রাজিল দলকে।