মালয়েশিয়ার পার্লিসে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্ততার করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে রাজ্যের বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। বাকি তিনজনের মধ্যে দুইজন ইন্দোনেশিয়ার ও একজন জন ভারতীয় নাগরিক।
শুক্রবার (১৯ এপ্রিল) পার্লিসের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে জানান, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপ সাপু নামের একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১০১ জন বিদেশির পাসপোর্ট পরীক্ষা করা হয়। তাদের মধ্যে থেকে যাদের বৈধ কাগজপত্র নেই এবং যারা মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান করে আসছিল এমন ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য মালয়েশিয়ার কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
এ ব্যাপারে পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃতরা মালয়েশিয়ায় অবৈধ বসবাসকারী, পাসপোর্টের অপব্যবহার এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়িত বিদেশিদের সঙ্গে আপস করবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানায় ইমিগ্রেশন বিভাগ।