গাজীপুরের জয়দেবপুরে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। জয়দেবপুর স্টেশনে তেলবাহী একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ২টি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ২টি ট্রেনের চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৩ মে) সকাল ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জনা গেছে, যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ছেড়ে এসে জয়দেবপুর জংশন হয়ে ঢাকার দিকে আসছিলো। আরেকদিকে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে স্টেশনে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে ছিলো। এ সময় ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে এ ট্রেনটিতে কোন যাত্রী বহন করা হচ্ছিলো না। বিশেষ কোন কারণে ওই কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আরেকদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি তেলবাহী হওয়ার কারণে সেটিতেও কোনো যাত্রী না থাকায় বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুরের জয়দেবপুরে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছে, খবর পাওয়ার পর-পরই জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।