চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে নগরের টাইগারপাসের একটি কনভেনশন সেন্টার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, নগরীর টাইগারপাসের কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার চৌধুরীর ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। কনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নাতনি। বিয়েতে চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক দুই সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ারের উপস্থিত থাকার খবর সামাজিক ছড়িয়ে পড়ে।
এমন খবর শুনে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ওই কনভেনশন সেন্টারে হাজির হন। এসময় তারা তখন ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। এই রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেখান থেকে বরের পিতা ও সাবেক সংসদ সদস্যের চাচা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মদ বলেন, ছেলে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়েছে। তার মামলার বিষয়ে যাচাই চলছে। আর ওই বিয়ের অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্যদের কেউ ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও পুলিশ খোঁজ নিচ্ছেন।