জামালপুরের মাদারগঞ্জে কয়লা ভর্তি একটি ট্রাক উল্টে চালক মো: সাইদুর রহমান (৪০) নিহত হয়েছেন। সোমবার (০৬ মে) সকাল ৬টার দিকে উপজেলার ঘুগুমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ঘুগুমারির ভাই ভাই নামের একটি ইট ভাটায় কয়লা ভর্তি ট্রাকটি যাওয়ার পথে মধ্যে কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এতে ট্রাকের হেলপার আহত হন।
এ ব্যাপারে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।