নাশকতা মামলায় ফুলবাড়ী পৌর কাউন্সিলর কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নাশকতা মামলায় দিনাজপুরের ফুলবাড়ীর পৌরসভার কাউন্সিলর মো: হাসানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ৮টায় ফুলবাড়ী পৌর শহরের রেলগেট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত পৌর কাউন্সিলর মো: হাসানুর রহমান (৪৮) স্বজনপুকুর গ্রামের ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মৃত মো: মসলেম উদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক মো: আরিফুল ইসলাম জানান, গত (১ নভেম্বর) ফুলবাড়ী পৌর শহরের হাসপাতাল মোড়ে যানবহনের চলাচলে বাধা সৃষ্টি করে বিএনপি’র নেতাকর্মীরা এবং আইনশৃংখলা বাহিনীর উপর ইট-পাটকেল ছুড়ে।
একই দিন এ ঘটনায় ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও অঙ্গাতনামা আসামি করা হয়। ওই নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজার রহমান জানান, প্রাথমিক তদন্তে ধৃত কাউন্সিলর মো: হাসানুর রহমানের বিরুদ্ধে ঢাকায় ও ফুলবাড়ীতে নাশকতার সাথে জড়িত থাকায়, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।